যে বিষয়গুলোর জন্য ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই
নিজেকে অগ্রাধিকার দেওয়ার জন্য বা নিজের মনের কথা শোনার জন্য কখনও নিজেকে অপরাধী মনে হয়েছে? আপনি একা নন। মানুষেরা হয়তো আপনাকে এমনটা বলবে যে, সবকিছুর জন্য ক্ষমা চাওয়াটাই বিনয়। কিন্তু সত্যিটা হলো, নিজের কাছে সৎ থাকা। যে অপরাধ আপনি করেননি, তার জন্য ক্ষমা চাওয়াটা আসলে নিজের ব্যক্তিত্বহীনতার প্রতিচ্ছবি। জেনে নিন, কোন কাজগুলোর জন্য আপনাকে কখনো ক্ষমা চাওয়া উচিত নয়-
ব্যক্তিগত বিষয়ে অধিকার না দিলে
আপনি কি প্রায়শই ‘দুঃখিত’ বলেন, এমনকী যখন আপনি ভুল করেননি বা আপনার মতামত প্রকাশ করার আগেও। দুর্ভাগ্যবশত, অনেকেই এটি করেন। কিন্তু বাস্তবে তা করা উচিত নয়। আপনি যদি অন্যদের সঙ্গে নিজের একটি বাউন্ডারি সেট করে দেন, এবং যে কারও সেখানে প্রবেশাধিকার না থাকে, তাহলে সেজন্য কারও কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। বরং এটিই স্বাভাবিক। আপনার ব্যক্তিগত জীবনে প্রবেশের অধিকার সবার থাকা উচিত নয়।
অতীতের ভুল
আমরা মানুষ এবং আমরা সবাই ভুল করি। কিন্তু এর জন্য চিরকাল ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। ক্রমাগত ‘দুঃখিত’ বলতে থাকলে তা আপনাকে অতীতের সঙ্গেই জড়িয়ে রাখবে। এর পরিবর্তে ভুলগুলো শুধরে নিয়ে নিজেকে বিকশিত করুন। ভুল থেকে শিখুন, এগিয়ে যান এবং নিজেকে সমৃদ্ধ করুন। অতীতের ভুলের জন্য ক্রমাগত ক্ষমা চাইতে থাকলে তা আপনার নিরাপত্তাহীনতা এবং আত্মবিশ্বাসের অভাবকে প্রকাশ করবে।
- ট্যাগ:
- লাইফ
- ক্ষমা চাওয়া