বছর জুড়ে ‘সংকটে’ চলচ্চিত্র, তবুও মুক্তির হিড়িক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:২০
বছরের শুরুতে সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যাপকতা এবং তার পরে কোটা আন্দোলন ঘিরে সরকার পতন ও সংঘাত-সহিংসতায় চলচ্চিত্র শিল্প বছরজুড়েই ‘সংকটকালীন’ দশা পার করলেও, এবার ছিল সিনেমা মুক্তির হিড়িক।
চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক ও পরিবেশকরা জানিয়েছেন, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অর্ধ শতাধিক সিনেমা; তবে সেগুলোর মধ্যে এক দুটি ছাড়া কোনোটিই ‘দর্শক টানেনি’। ফলে ব্যবসাতে হয়েছে 'ভরাডুবি'।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের ভাষ্য, কোভিড মহামারীর আগে পরে মিলিয়ে গত কয়েক বছর ধরেই চলচ্চিত্রের যে দুর্দিন গেছে, সেটি আরো ভয়াবহ রূপ নিয়েছে চলতি বছরে এসে।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা মুক্তি