আশা-নিরাশার দোলাচলে শেয়ারবাজার, আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ
২০২৪ সাল মোটেও ভালো যায়নি শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য। বছরজুড়েই পতনের মধ্যে ছিল শেয়ারবাজার। ফলে বড় ধরনের লোকসানের মধ্যে পড়েছেন বিনিয়োগকারীরা। এ পরিস্থিতিতে আশা-নিরাশার দোলাচলে থেকেই শুরু হচ্ছে ২০২৫ সাল।
নতুন বছরে সার্বিকভাবে রাজনৈতিক স্থিতিশীলতা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। তবে শেয়ারবাজারের জন্য বিনিয়োগকারীদের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।
তারা বলছেন, সরকার পতনের পর শেয়ারবাজার উন্নয়নে নানামুখী সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব সংস্কার যথাযথভাবে সম্পন্ন করা গেলে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে শেয়ারবাজার ভালো করতে হলে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আস্থার সংকটের কারণে ২০২৪ সালজুড়ে শেয়ারবাজার পতনের মধ্যে ছিল। এখন বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হলে বিনিয়োগের সুরক্ষা দিতে হবে। একই সঙ্গে বজায় থাকতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা।