বিপিএল শুরুর আগে মিরপুর স্টেডিয়ামে হট্টগোল, লাঠিচার্জ, ধাওয়া-পাল্টা ধাওয়া

বিডি নিউজ ২৪ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৯

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন টিকেট কাউন্টারের ভেতরে নেই কেউ। কিন্তু কাউন্টারের সামনে দীর্ঘ সারিতে অপেক্ষায় হাজারও মানুষ। অনেকে জানেনই না এই বুথে বিক্রি হবে না কোনো টিকেট! স্টেডিয়ামের মূল ফটকের সামনে তখন উত্তাল পরিস্থিতি। উত্তেজিত দর্শকরা একপর্যায়ে লোহার বিশাল ফটক ভেঙে চেষ্টা করে ভেতরে ঢুকতে। তাদের থামাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দেখা যায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও।


বিপিএলের একাদশ আসরের উদ্বোধনী ম্যাচের আগে মাঠের বাইরের দৃশ্য এসব। এসবের মধ্যে পড়ে মূল ফটক দিয়ে মাঠে প্রবেশ করতে পারেনি দুর্বার রাজশাহী দল। বিক্ষুদ্ধ দর্শকদের ক্ষোভের মুখে বাস ঘুরিয়ে ৪ নম্বর মাঠ দিয়ে ঢুকতে হয় দলটিকে। একই দশা হয় খুলনা টাইগার্সের হয়ে অনুশীলনে আসা মেহেদী হাসান মিরাজেরও।


টুর্নামেন্ট শুরুর আগের দিন রোববার সকালেও টিকেট না পাওয়াকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি ছিল স্টেডিয়ামের আশেপাশে। তখনও পর্যন্ত টিকেট নিয়ে কোনো তথ্যই বিসিবি জানায়নি। পরে খেলা শুরুর ২২ ঘণ্টারও কম সময় থাকতে ছাড়া হয় টিকেট। অনলাইনে বিসিবির নতুন ওয়েবসাইট ও সশরীরে মধুমতি ব্যাংকের নির্ধারিত ৭টি শাখায় বিক্রি করা হয় প্রথম দিনের দুই ম্যাচের টিকেট। বিকেল ৪টায় টিকেট দেওয়া শুরুর কথা থাকলেও প্রায় দুই ঘণ্টা পর টিকেট কাটতে পারেন দর্শকরা।


অধীর আগ্রহে অপেক্ষায় থাকতে থাকতে রোববার সন্ধ্যায় মধুমতি ব্যাংকের মিরপুর শাখায় ভাংচুর করে টিকেটপ্রত্যাশী দর্শকরা। এছাড়া দিনভর স্টেডিয়ামের বাইরেও দেখা যায় দর্শকদের ভিড়। সেটি চলমান খেলা শুরুর দিনও।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও