‘ঘৃণাস্তম্ভ’ মোছার অনুমতি দেওয়ায় ঢাবি প্রক্টরের পদত্যাগের দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় শেখ হাসিনার ছবিতে আঁকা গ্রাফিতি (ঘৃণাস্তম্ভ) মুছে ফেলার অনুমতি দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা ঢাবির টিএসসি থেকে ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে আয়োজিত মিছিল থেকে এ দাবি করা হয়। মিছিলে তারা বিক্ষোভ করেন একইসঙ্গে বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা।
মিছিলে—‘আবু সাঈদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘অবিলম্বে প্রক্টরকে, পদত্যাগ করতে হবে,’ ‘ঘৃণাস্তম্ভ মুছল যারা, স্বৈরাচারের দোসর তারা’ এমন স্লোগান দেন শিক্ষার্থীরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পদত্যাগ
- পদত্যাগ দাবি
- ফ্যাসিবাদী