বিপিএলের সাত দলের স্কোয়াড, অধিনায়ক ও কোচিং প্যানেলে যারা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:০১
বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা উঠছে আজ। শেষ সময়ে এসেও অবশ্য দলগুলোতে আসছে সংযোজন ও বিয়োজন। ড্রাফটের আগে দলে টেনেও চিটাগাং কিংস পাচ্ছে না তাদের তিন তারকা সাকিব আল হাসান, অ্যাঞ্জেলো ম্যাথিউস আর মঈন আলীকে। আবার খেলা মাঠে গড়ানোর আগেরদিন রাতে অধিনায়কের নাম দিয়েছে খুলনা টাইগার্স।
তবে সব নেতিবাচকতা পেছনে ফেলে দিয়ে এখন মাঠের খেলায় মনোযোগ দেয়ার পালা। তৈরি ৭ দল। তৈরি তাদের খেলোয়াড়রা। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়াম থেকে শুরু হবে প্রায় ৩৯ দিনের দীর্ঘ ক্রিকেট যুদ্ধ। আসরের মাঝপথে দলগুলোর স্কোয়াডে পরিবর্তন আসা স্বাভাবিক। তবে এর আগে এক নজরে দেখে নেয়া যাক সাত দলের চূড়ান্ত স্কোয়াড।