বিপিএলে কোন দলের কী শক্তি, কী দুর্বলতা—দ্বিতীয় পর্ব
প্রথম আলো
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩
আজ শুরু বিপিএল। দলগুলো কেমন হলো, কোন দলের কী শক্তি, দুর্বলতা, সেসব জানার সময় তো এখনই। তবে এখনো দলগুলোতে কারা কারা খেলবেন তা চূড়ান্ত হয়নি। বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের তালিকায় বড় পরিবর্তন আসতে পারে। এখন যাঁরা তালিকায় আছেন, অনেকেই নাও আসতে পারেন শেষ পর্যন্ত। যাঁরা এসেছেন তাঁদের সবাই সব ম্যাচ খেলবেন না।
টুর্নামেন্ট চলাকালেই দলগুলোতে যোগ হতে পারেন অনেক বিদেশি খেলোয়াড়। তাতে শক্তির ভারসাম্য এদিক-ওদিক হয়ে যেতে পারে অনেকটাই। বাংলাদেশের খেলোয়াড়দের তালিকাতেও আসতে পারে কিছু বদল। তবে আপাতত যে তালিকা আছে তে ধরেই করা হয়েছে এই হিসাব। আজ দ্বিতীয় পর্বে দেখুন রংপুর, বরিশাল, সিলেট ও খুলনার শক্তি-দুর্বলতা।