সবেধন নীলমণি বলতে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, মোটাদাগে ২০২৪ সালও ছিল সুপারহিরো সিনেমার জন্য দুঃস্বপ্নের বছর। ‘ম্যাডাম ওয়েব’, ‘জোকার ২’, ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’-এর মতো সিনেমাগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কয়েক বছর ধরেই বক্স অফিসে সুপারহিরো সিনেমা সেভাবে চলছে না।
চলতি বছরও প্রমাণিত হলো, নতুন আইডিয়া আর বুদ্ধিদীপ্ত নির্মাণ না হলে চর্বিত চর্বণ দিয়ে দর্শককে আর ফেরানো যাবে না। কেবল সুপারহিরো নয়, ব্যবসার নিরিখে হলিউডের জন্য বছরটা সেভাবে ভালো যায়নি।