এক টাকাও না পেয়ে বিপিএল খেলতে নামছেন ক্রিকেটাররা
প্রথম আলো
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:২০
এবারের বিপিএল নতুন। অবশ্যই নতুন কারণ, একাদশ বিপিএল এর আগে হয়নি। হয়েছে প্রথম থেকে দশম বিপিএল। টুর্নামেন্টের টাইটেল স্পনসর নতুন, একেবারেই নতুন দুটি ফ্র্যাঞ্চাইজিও আছে এবার। নতুন করে হয়েছে থিম সংও।
এত নতুন সত্ত্বেও তারুণ্যের উৎসবের অংশ এবারের বিপিএল ‘ওই নতুনের কেতন’ ওড়াতে পারছে না। বলা যাচ্ছে না যে পরিবর্তিত সময়ের যে বিপিএলটা আজ মাঠে নামছে, আসলেই পুরোনো জঞ্জালমুক্ত হয়ে শুরু হচ্ছে তা।
মাঠের খেলা যদিও আজই শুরু হচ্ছে, তবু এমন আশা করা কঠিন যে, এই বিপিএল শেষ পর্যন্ত ভবিষ্যতের জন্য একটি সুশৃঙ্খল বিপিএলের উদাহরণ হয়ে থাকবে। কারণ, আগের দশটি আসরে যে বিতর্কটা বিপিএলের গায়ে লেগে ছিল, এবারও সেটা নিয়েই শুরু হচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।