You have reached your daily news limit

Please log in to continue


প্রধান উপদেষ্টার বক্তব্যের আলোকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে: সিইসি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, এটা কি সম্ভব? প্রধান উপদেষ্টাও বলে দিয়েছেন এটা নির্বাচন কমিশনের এখতিয়ার—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টা মহোদয় তো ঘোষণা দিয়েছেনই যে মিনিমাম সংস্কার করা হলে ২০২৫ সালের শেষের দিকে। আর সংস্কার যদি সত্যিকার অর্থে করতে হয়, তাহলে পরের বছরের (২০২৬) জুন মাস এসে যাবে। আমরা ওনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখছি, সেটা যখনই হোক না কেন।’

সংস্কার কমিশনের প্রধানের সঙ্গে বৈঠকের বিষয়ে সিইসি বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে যে ওনারা তো সংস্কার কমিশনের প্রতিবেদন খুবই শিগগিরই দিয়ে দেবেন। তো আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কি না তা জানতে চেয়েছেন। আমরা বিভিন্ন বিষয়ে যেটা অনুভব করছি সেগুলো জানিয়েছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন