বিপিএলের টিকেট না পেয়ে মিরপুর স্টেডিয়ামে তোলপাড়

বিডি নিউজ ২৪ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৫

টিকেট বুথের সামনে থেকে দর্শকের লাইন চলে গেছে এক নম্বর ফটক ছাড়িয়ে আরও দূরে। কিন্তু বুথ বন্ধ। লাইনে থাকা দর্শকেরা জানেন না, বুথ কখন খুলবে বা আদৌ খুলবে কি না। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে তখন উত্তেজনা তুঙ্গে। সেখানে স্লোগান, চিৎকার, গালিগালাজ চলছে সমানে। তাদের কথা, টিকেট না নিয়ে যাবেন না কেউ।


সোমবার শুরু বিপিএলের এবারের আসর। কিন্তু টিকেট নিয়ে কোনো তথ্য বিসিবি জানায়নি রোববার সকাল পর্যন্ত। টুর্নামেন্ট শুরুর আগের দিন অন্তত টিকেট ছাড়া হবে, এই আশায় বুথের সামনে সকাল থেকেই দাঁড়িয়ে যান অরনক দর্শক। তাদের কারও কারও দাবি, ভোর চারটা-পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন না। কিন্তু কারও কাছ থেকে টিকেট সংক্রান্ত কিছু তারা জানতে পারেননি।


এক পর্যায়ে দর্শকদের বড় অংশ ভিড় জমায় মূল ফটকের (দুই নম্বর) সামনে। নিরাপত্তাকর্মীরা ফটকবন্ধ করে দেন আগেই। বিসিবির নিরাপত্তাকর্মীদের সঙ্গে সেখানে ছিলেন পুলিশ সদস্যরাও। ফটকের সামনে জড়ো হয়ে বিসিবির বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে থাকেন দর্শকেরা। ফটক খুলে ফেলার চেষ্টা করেন তারা অনেকটা সময় ধরে। তাদের প্রবল ধাক্কাধাক্কিতে এক পর্যায়ে ফটক খুলে যায়। স্রোতের মতো ভেতরে ঢুকতে থাকেন দর্শকেরা। তাদের ধাওয়া দিয়ে তখন সরিয়ে দেন পুলিশ সদস্যরা। দৌড়ানোর সময় পড়ে গিয়ে আঘাত পান দর্শকদের বেশ কয়েকজন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও