বিপিএলের পর্দা উঠছে আগামীকাল
একই পঞ্জিকাবর্ষে দুই বিপিএল! সর্বশেষ ২০২৪ সালের আসর শুরু হয়েছিল চলতি বছরের ১৯ জানুয়ারি। ফাইনাল হয়েছিল ১ মার্চ। ২০২৫ সালের আসরও শুরু হচ্ছে ২০২৪ সালেই।
আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) পর্দা উঠবে একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের ১১তম আসরের। অর্থাৎ ইতিহাসের সাক্ষী জুলাই বিপ্লবের বছরের দুটি দিন পাচ্ছে ২০২৫ বিপিএল।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। দুপুর দেড়টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। প্রথম দিনে হবে দুটি ম্যাচ। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
এবারের বিপিএলে ৭ দলের অংশগ্রহণে মোট ৪৬ ম্যাচ খেলা হবে। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে গ্রপ পর্বের খেলা। অর্থাৎ প্রথম পর্বে প্রত্যেক দল একই দলের মুখোমুখি হবে দুবার।