ফিরে দেখা ২০২৪: আলোচিত ৬ নায়িকা
মেহেদী হাসানের ‘শেষ বাজি’ দিয়ে বছর শুরু হয়েছিল। বছরের শেষ ছবিটিও এরই মধ্যে মুক্তি পেয়েছে। ‘নকশী কাঁথার জমিন’ দিয়ে শেষ হচ্ছে ২০২৪ সালের ছবি মুক্তির যাবতীয় হিসাব–নিকাশ। খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর দেশের প্রেক্ষাগৃহে মোট ৪১টি ছবি মুক্তি পেয়েছে। সব সিনেমা ব্যবসায়িক সফলতা না পেলেও কোনো কোনা ছবি ঘিরে ছিল আলোচনা। দেখে নেওয়া যাক, সিনেমা নিয়ে বছরজুড়ে আলোচনায় ছিলেন ঢালিউডের কোন কোন নায়িকা।
জয়া আহসান
বছর শেষে জয়া আহসান অভিনীত ‘নকশী কাঁথার জমিন’ মুক্তি পেয়েছে। আকরাম খান পরিচালিত এ ছবি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে গোয়া ফিল্ম ফেস্টিভ্যালসহ একাধিক উৎসবে প্রদর্শিত হয়েছে।
শবনম বুবলী
ঢালিউডে অভিষেক হওয়ার পর থেকেই প্রতি ঈদে তাঁর অভিনীত ছবি মুক্তি পেয়েছে। এ বছরও দুই ঈদে তাঁর তিনটি ছবি মুক্তি পায়।
পূজা চেরী
ঢালিউডের সম্ভাবনাময় নায়িকা পূজা চেরী। এ বছর পূজার দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। একটি কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’, অন্যটি সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’।
মেহজাবীন চৌধুরী
‘লাক্স–চ্যানেল আই সুপারস্টার’ দিয়ে অভিনয় শুরু করা মেহজীবনের এ বছরে চলচ্চিত্রে অভিষেক ঘটে। বছর শেষে এসে ‘প্রিয় মালতী’ দিয়ে প্রেক্ষাগৃহের দর্শকের সঙ্গে তাঁর প্রথম যোগাযোগ ঘটে।
তাসনিয়া ফারিণ
নাটকে অভিনয় করছেন কয়েক বছর হচ্ছে। এর মধ্যে গত বছর কলকাতায় একটি চলচ্চিত্রে অভিষেক ঘটে তাসনিয়া ফারিণের।
কুসুম সিকদার
এ বছর নতুন পরিচয়ে দর্শকের সামনে আসেন তিনি। প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তাঁর। ‘শরতের জবা’ নামের এই চলচ্চিত্রে অভিনয়ও করেছেন তিনি।