ফুটবলের আঙিনায় স্পেন-আর্জেন্টিনার চওড়া হাসি, ব্রাজিলের কান্না
পঞ্জিকার পাতা থেকে গত হতে বসেছে আরেকটি বছর। শেষ বেলায় এসে জীবনের খাতায় যেমন চলছে সাফল্য-ব্যর্থতার হিসেব-নিকেশ, তেমনি ক্রীড়াঙ্গনেও আছে প্রাপ্তি-অপ্রাপ্তির নানা গল্প।
এবছর স্প্যানিশ ফুটবলের সাফল্য এমনই আকাশছোঁয়া যে, পেছন ফিরে তাকালে দলটির সমর্থকরা হয়তো বিস্মিত হবে। বিশ্ব ফুটবলের আরেক কোণায়, সাফল্যের মাপকাঠিতে আর্জেন্টাইনদের অর্জন অতটা পাহাড়সম না হলেও, তৃপ্তির ঢেকুর তুলতেই পারে তারা।
আর্জেন্টিনার ঠিক উল্টো অবস্থানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। ধারাবাহিক ব্যর্থতায় বছরটা তাদের এতটাই বাজে কেটেছে যে, সম্ভব হলে ভুলে যেতে চাইত তারা।
ফুটবলের সবুজ আঙিনায় ২০২৪ জন্ম দিয়েছে কতশত ঘটনা, আনন্দ-বেদনার মুহূর্ত। বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য সেসবের উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো:
স্পেনের সাফল্যে রাঙা বছর
স্প্যানিশ ফুটবলের সোনালী যুগ কোনটি? উত্তর খুঁজতে গেলে শুরুতেই হয়তো মনের কোণে ভেসে উঠবে শাভি-ইনিয়েস্তা-কাসিয়াসদের সেই সর্বজয়ী দলের সেই সময়। তবে, আরেকটু নিবিড়ভাবে ভাবলে মনের পর্দায় উঁকি মারবে বর্তমান। সত্যিই তাই! এই বছরেই দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে স্পেন।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল বিশ্ব
- ফিরে দেখা