সাদামাটা জয় আবাহনীর, রহমতগঞ্জের গোলোৎসব
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:২৭
শুরু থেকে শেষ পর্যন্ত সাবধানী ফুটবল খেলল আবাহনী। আরমান ফয়সাল আকাশ দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করলেন শাহরিয়ার ইমন। তাতে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ল আবাহনী। দিনের অন্য ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে গোল উৎসবে মাতল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
প্রিমিয়ার লিগ টেবিলে এই দুই দলের মধ্যে চলছে দ্বিতীয় স্থানে থাকার লড়াই। ১২ করে পয়েন্ট নিয়ে চলতি বছরে লিগে নিজেদের শেষ ম্যাচ খেলল দুই দল। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার পুলিশ এফসিকে ২-০ গোলে হারায় আবাহনী। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুলেকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দেয় রহমতগঞ্জ। কদিন আগে ফেডারেশন কাপের লড়াইয়ে একই দলকে ৬-০ গোলে হারিয়েছিল তারা।