বড়দিন উপলক্ষে জ্যাকুলিনকে ১০৭ বছরের পুরোনো আঙুর বাগান উপহার

যুগান্তর প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৬

বড়দিনে কমবেশি সবাই উপহার পেয়ে থাকেন। একদিকে যেমন বাবা-মায়েরা সান্তা সেজে শিশুদের উপহার দেন, অন্যদিকে প্রিয় মানুষেরাও মনের মানুষকে বিশেষ কিছু উপহার দিয়ে থাকে। তেমনি বড়দিনে মনের মানুষের কাছ থেকে বিশেষ উপহার পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আর এই বিশেষ, সব থেকে বড় উপহার পেলেন তার পুরোনো বন্ধু সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে। তাও আবার জেলে বন্দি থাকা বন্ধুর কাছ থেকে পেলেন আস্ত একটি আঙুর বাগান উপহার। একটি চিঠি দিয়ে সেই উপহারের কথা জানান বন্ধু সুকেশ চন্দ্রশেখর।


এ মুহূর্তে সুকেশ চন্দ্রশেখর তিহার জেলে বন্দি রয়েছেন। বন্দি অবস্থাতেই মনের মানুষকে বড়দিনের উপহার পাঠিয়েছেন। তিনি জ্যাকুলিনকে উপহার হিসেবে দিয়েছেন দক্ষিণ ফ্রান্সের ১০৭ বছরের পুরোনো একটি আস্ত আঙুর বাগান। শুধু তাই নয়, জেল থেকেই জ্যাকুলিনকে পাঠিয়েছেন একটি চিঠি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।


সুকেশের হাতে বড়দিন উপলক্ষ্যে লেখা চিঠিতে জ্যাকুলিনকে ‘বেবি গার্ল’ সম্বোধন করা হয়। তিনি তাকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন। সুকেশ লিখেছেন— আমি দূরে আছি ঠিকই কিন্তু তাই বলে তোমাকে বড়দিনের উপহার দেব না, তা তো হয় না। এ বছর তোমার জন্য একটি বিশেষ উপহার রয়েছে। আজ তোমাকে কোনো ওয়াইনের বোতল নয়, আস্ত একটি বাগান উপহার দিচ্ছি। এমন উপহার যা তুমি স্বপ্নেও ভাবতে পারনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও