এখনো যাচাই-বাছাই চলছে, দুশ্চিন্তায় প্রশিক্ষণপ্রাপ্ত ৪৮৮ এসআই
পুলিশের উপপরিদর্শকদের (এসআই) ৪০তম ব্যাচের ক্যাডেটদের প্রশিক্ষণ শেষ হয় প্রায় দুই মাস আগে। দুই দফা সময় নির্ধারিত হওয়ার পরও অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয় সমাপনী কুচকাওয়াজ বা পাসিং আউট। এর মধ্যে প্রশিক্ষণের শেষ পর্যায়ে এসে বাদ দেওয়া হয় তিন শতাধিক এসআইকে। এ অবস্থায় এত দিন পরও কুচকাওয়াজ না হওয়ায় দুশ্চিন্তায় ও অনিশ্চয়তায় সময় পার করছেন বাকি ৪৮৮ জন ক্যাডেট।
পুলিশ সদর দপ্তর ও পুলিশ একাডেমি সূত্র বলছে, শিগগির তাঁদের সমাপনী কুচকাওয়াজ হবে। সে লক্ষ্যে তাঁরা কাজ করছেন। পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভূঞা গত বৃহস্পতিবার কালের কণ্ঠকে বলেন, ‘পার্সিং আউটের তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে আগামী ১০-১৫ দিনের মধ্যে হয়ে যাবে।’
যাঁরা এখন আছেন তাঁদের সবাই পার্সিং আউটে অংশ নিতে পারবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা এখনো বলা যাচ্ছে না। দ্রুততম সময়ে প্যারেড অনুষ্ঠানের লক্ষ্যে একাডেমি কাজ করছে। তবে তাদের যাচাই-বাছাই চলমান।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, পাসিং আউট শিগগিরই হবে।
তারিখ নির্ধারিত হলে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রশিক্ষণার্থীদের সূত্রে জানা যায়, দুবার কুচকাওয়াজ স্থগিতের পর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে ৮২৩ সদস্যের মধ্যে ৩১৩ জনকে অব্যাহতি দেয় পুলিশ একাডেমি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- এসআই
- শঙ্কা
- প্রশিক্ষণপ্রাপ্ত