আন্তর্জাতিক ক্রিকেট: অনেক অপেক্ষার অবসানের বছর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮

একেকটি দল তাদের ভুলতে বসা স্বাদ ফিরে পাওয়ার জন্য বেছে নিয়েছিল যেন ২০২৪ সালকে! স্মরণীয় সাফল্যে এই বছরে দীর্ঘ অপেক্ষা ফুরিয়েছে অনেকের, কারো আবার সঙ্গী হয়েছে হতাশা। দলীয় কিংবা ব্যক্তিগত রেকর্ড-অর্জনও কম হয়নি।


বছরের শেষ সপ্তাহে এসে এই ক্যালেন্ডারে ঘটে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেটের নানা উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য।


ওয়েস্ট ইন্ডিজের স্মরণীয় জয়


জানুয়ারিতে ব্রিজবেন টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায় ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় ২১ বছর পর টেস্ট জয়ের স্বাদ পায় ক্যারিবিয়ানরা। আর অস্ট্রেলিয়ার মাঠে জয় পায় তারা প্রায় ২৭ বছর পর।


ক্যারিবিয়ানদের সেই জয়ের নায়ক শামার জোসেফ। দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭টিসহ ম্যাচে ৮ উইকেট শিকার করেন এই পেসার। ২১৬ রানের লক্ষ্য তাড়ায় ২০৭ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। ইনিংস শুরু করতে নেমে এক প্রান্তে ৯১ রানে অপরাজিত রয়ে যান স্টিভেন স্মিথ।


শামার জোসেফের স্বপ্নের অভিষেক


ওই সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয় জোসেফের। গায়ানার নিভৃত গ্রাম থেকে উঠে আসা ক্রিকেটার অ্যাডিলেইডে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ব্যাট হাতে ১১ নম্বরে নেমে খেলেন দারুণ এক ইনিংস। পরে নিজের মূল কাজ, বল হাতেও জ্বলে ওঠেন তিনি। প্রথম ইনিংসে নেন ৫ উইকেট। প্রথম ক্যারিবিয়ান বোলার হিসেবে টেস্ট অভিষেকে অস্ট্রেলিয়ায় পাঁচ উইকেটের স্বাদ পান তিনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও