বিপিএলে পাকিস্তানি ইজাজের কাছ থেকে শেখার অপেক্ষায় আকবর
প্রথম আলো
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৪
ইজাজ আহমেদ নব্বই দশকে পাকিস্তানে মিডল অর্ডারে ছিলেন অন্যতম ভরসার নাম। ‘ব্যাটিং বিউটি’ ছিলেন না, কিন্তু কার্যকারিতা ছিল ভালোই। ক্রিজে তাঁর দাঁড়ানোটাও মনে রাখার মতো। দুই পায়ের মাঝে ব্যাটটা এমনভাবে রাখতেন যেন ‘কুড়াল’ হাতে দাঁড়িয়েছেন।
৬০ টেস্ট ও ২৫০ ওয়ানডে মিলিয়ে মোট ৯৮৭৯ রান করা ইজাজ কোচিংয়েও হাত পাকিয়েছেন। পাকিস্তান অনূর্ধ্ব–১৯ ও পিএসএলের দল লাহোর কালান্দার্সে ছিলেন প্রধান কোচের দায়িত্বে। সহকারী কোচ ছিলেন পাকিস্তান জাতীয় দলেরও। সেই ইজাজ এবার বিপিএলে ‘দুর্বার।’