রে-ব্যান স্মার্ট গ্লাসে ডিসপ্লে করতে পারে মেটা

বণিক বার্তা প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৮

রে-ব্যান স্মার্ট গ্লাসে (চশমা) ডিসপ্লে যুক্ত করতে যাচ্ছে মেটা প্লাটফর্মস ইনকরপোরেটেড। আগামী বছরের মধ্যেই এ ডিসপ্লে চশমাটির নতুন সংস্করণ দেখা যেতে পারে। ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে নতুন সংস্করণ উন্মোচন করা হতে পারে বলে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। খবর এনগ্যাজেট।


মেটাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চশমার কাচের ছোট অংশজুড়ে থাকবে ডিসপ্লে। মেটার এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ডিসপ্লেতে নোটিফিকেশন দেখা যাবে, আবার উত্তরও দেয়া যাবে। প্রতিষ্ঠানটির পুরোপুরি মিক্সড-রিয়ালিটি ডিভাইসে পরিণত করার পরিকল্পনা নেই।


মিক্সড-রিয়ালিটির জন্য সম্প্রতি মেটা ওরিয়ন এআর গ্লাস উন্মোচন করেছে। তবে এটি বাজারে আসতে আরো বেশ কয়েক বছর লেগে যেতে পারে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওরিয়ন এআর গ্লাসের ডেভেলপমেন্ট বেশ এগিয়েছে। বাণিজ্যিকভাবে মুক্তি দেয়ার সম্ভাবনা রয়েছে। চশমাটির ইন-হাউজ প্রটোটাইপ থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও