প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডকে ‘রহস্যজনক’ ও ‘আশ্চর্যজনক’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় নুরুল হক সচিবালয়ে প্রবেশ করেন। পরে দুপুর সোয়া ২টার দিকে বের হয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক বলেন, “পুরো ঘটনাটাই আশ্চর্যজনক এবং রহস্যজনক। গভীর রাতে এই আগুন যখন ধরল, সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, আমাদের সিস্টেম কত দুর্বল। ফায়ার সিস্টেমও কত দুর্বল।