২০২৪ সালের সেরা ৮ গ্যাজেট
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬
আর মাত্র কয়েকটা দিন এরপরই ক্যালেন্ডারের পাতা উল্টাতে হবে। শুরু হবে নতুন বছর। পুরোনো স্মৃতি সঙ্গে নিয়েই নতুন বছরের যাত্রা শুরু হবে নতুন উদ্যোমে। তবে ২০২৪ সাল ছিল অন্যান্য বছরের মতোই নানান ঘটনায় ঘেরা। ২০২৪ সালে প্রযুক্তি বিশ্বে যুক্ত হয়েছে অসংখ্য গ্যাজেট। যা আলোচনায় ছিল সারা বছর।
চলুন জেনে নেওয়া যাক এ বছরের সেরা গ্যাজেটগুলো সম্পর্কে-
আইফোন
প্রতিবছর সেপ্টেম্বরে নতুন ফোন লঞ্চ করে অ্যাপেল। চব্বিশেও তার অন্যথা হয়নি। এবছর বাজারে একসঙ্গে এসেছে তিনটি মডেল। আইফোন ১৬, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স। আইফোন ১৬ এর ক্ষেত্রে ৪কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ৬০ এফপিএসে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গ্যাজেট
- জনপ্রিয় গ্যাজেট