অলৌকিক উপহার!
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫২
ডিক্সন হ্যান্ড’শ, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার বাসিন্দা। ৭৫ বছর বয়সী এ ব্যক্তি তার জীবনের পুরোটা সময় জেনে এসেছেন তিনি তার বাবা-মায়ের একমাত্র সন্তান। কিন্তু গত আগস্টে জানলেন ভিন্ন কিছু। সাড়ে সাত দশকের জীবনে প্রথম জানলেন জন্মদাতা বাবার নাম! তারপর বাবার বিষয়ে খোঁজ করতে গিয়ে জানলেন গর্ভধারিণী মায়ের সম্পর্ক। পেলেন পাঁচজন ভাইবোন!
বাবা-মা গত হয়েছেন অনেক আগেই। কিন্তু গত শুক্রবার ভাইবোনদের সঙ্গে দেখা হলো তার! বড়দিনের আগে নিজের বায়োলজিক্যাল পরিবারের সন্ধান পেয়ে ভীষণ উদ্বেলিত ডিক্সন। ঘটনাটি কাকতালীয়ভাবে হলেও বিষয়টিকে তিনি নিয়েছেন এবারকার বড়দিনের অলৌকিক উপহার হিসেবে।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল