ডলারের বাড়তি দামে নতুন বছরেও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার শঙ্কা
ডেইলি স্টার
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:৪০
চার মাস স্থির থাকার পর চলতি ডিসেম্বরে ডলারের দাম আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় আমদানি খরচ আরও বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে ব্যবসায়িক খরচও।
ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, ডলারের দাম আরও বেড়ে গেলে নিত্যপণ্যের মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে। ফলে মূল্যস্ফীতি কমানোর প্রচেষ্টা আরও কঠিন হবে।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) হেড অব অ্যাকাউন্টস এসএম মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানি করা পণ্যের দাম শিগগিরই বেড়ে যাবে।'
২০২৩ সালের মার্চ থেকে নয় শতাংশের ওপরে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনেক চেষ্টা করা হচ্ছে।