কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে (কানু) গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। আবদুল হাইয়ের পাঠানো লিখিত অভিযোগটি আজ বুধবার রাতে মামলা হিসেবে নথিভুক্ত করেছে চৌদ্দগ্রাম থানা–পুলিশ। এতে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০–১২ জনকে আসামি করা হয়েছে।
এর আগে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছিল পুলিশ। তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলায় আটক ওই পাঁচজনের মধ্যে একজনকে আসামি করা হয়েছে। আর দুজনের নাম সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। ২৫ লাখ টাকা চাঁদা দাবি, জুতার মালা পরানোয় ১০০ কোটি টাকার মানহানি এবং মারধরের অভিযোগে মামলাটি করা হয়েছে।