প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের সরিয়ে দিন : ডা. জাহিদ
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৪০
প্রশাসন নিরপেক্ষ করতে ‘ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের দোসরদের’ অপসারণে অন্তবর্তীকালীন সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (জেটেব)-এর উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা : প্রেক্ষিত টেক্সটাইল সেক্টার’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘আজকের পত্রিকা খুললেই দেখবেন, একটা মামলায় (হত্যা মামলা) তাদের (আওয়ামী লীগের) দুজন নেতাকে আসামি করা হয়েছিল।