কাশ্মীরে গিরিসঙ্কটে গাড়ি পড়ে ৫ ভারতীয় সেনা নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর একটি ট্রাক গিরিসঙ্কটে পড়ে পাঁচ সেনা নিহত ও আর পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটের দিকে কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনাবাহিনীর ট্রাকটি পাহড়ি রাস্তা থেকে ছিটকে গিয়ে ৩০০ ফুট গভীর গিরিসঙ্কটে পড়ে যায়।
পুঞ্চের ঘারোয়া এলাকায় ঘটনাটি ঘটে। ওই সময় সেনাবাহিনীর ছয়টি গাড়ির একটি বহর জেলার বানোই এলাকার দিকে যাচ্ছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গিরিসঙ্কট