শারীরিক সুস্থতার জন্য কেন মুখের স্বাস্থ্য জরুরি

প্রথম আলো প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫২

আমাদের মুখের স্বাস্থ্যের প্রভাব শুধু মুখ গহ্বরের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আমাদের শরীরের সামগ্রিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। দাঁত ও মাড়ির সঠিক যত্ন না নিলে শুধু দাঁতের সমস্যা নয়, অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ে। এমনকি মুখের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক রয়েছে আপনার হৃৎপিণ্ড বা ডায়াবেটিসের মতো রোগেরও। আসুন, এ দুইয়ের মধ্যকার সম্পর্কের বিষয়ে জরুরি কিছু তথ্য জেনে নেওয়া যাক:


গবেষণায় দেখা গেছে, মাড়ির রোগ (পেরিওডন্টাল ডিজিজ) থাকলে হৃদ্‌রোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে। মুখের ব্যাকটেরিয়া রক্তপ্রবাহে প্রবেশ করে শরীরের বিভিন্ন অংশে প্রদাহ সৃষ্টি করতে পারে।


ডায়াবেটিস ও মুখের স্বাস্থ্যের মধ্যেও গভীর সম্পর্ক রয়েছে। ডায়াবেটিস রোগীদের মাড়ির রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে। আবার মাড়ির রোগ থাকলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে।


মুখের স্বাস্থ্যের অবনতি বিভিন্ন গুরুতর রোগের লক্ষণ। উদাহরণ হিসেবে ওরাল ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো দাঁত বা জিবের সমস্যা হিসেবে ধরা পড়তে পারে।


গর্ভবতী নারীদের জন্য মুখের স্বাস্থ্য খুবই জরুরি একটি বিষয়। মাড়ির রোগ প্রি-টার্ম ডেলিভারি ও কম ওজনের শিশুর জন্মের ঝুঁকি বাড়াতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও