দলের চেয়ে ব্যক্তি আলোচিত
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৫
২০২৪ সালে হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা। তাই এ বছর ক্লাব ফুটবলের পাশাপাশি দুই মহাদেশীয় আসর নিয়েও উৎসবের আমেজ ছিল ফুটবল সমর্থকদের মনে। আন্তর্জাতিক ফুটবল দিয়ে ২০২৪-কে বর্ণনা করতে হলে বলতে হবে আর্জেন্টিনা, স্পেন, রিয়ালের সাফল্য আর ব্যালন ডি’অর বিতর্কের বছর।
বছরের বেশিরভাগ সময় ইউরোপিয়ান ক্লাব ফুটবল নিয়েই ফুটবল প্রেমীদের মাতামাতি থাকে বেশি। এ বছর ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রাজত্ব করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ২০২৪ সালে পাঁচটি শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোসরা। রিয়াল স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ জয়ের পর গত সপ্তাহে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ট্রফি ঘরে তোলে।
- ট্যাগ:
- খেলা
- ইউরো চ্যাম্পিয়নশিপ