ভারত-অস্ট্রেলিয়ার ‘ফাইনাল’ টেস্টে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা

যুগান্তর প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ খেলছে ভারত এবং অস্ট্রেলিয়া। এরই মধ্যে সিরিজের তিন টেস্ট শেষ, বাকি দুই টেস্ট। সে দুই টেস্টেই আম্পায়ারিং করবেন আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।


২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্টে টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন শরফুদ্দৌলা। আর ৩ জানুয়ারি থেকে সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ইংলিশ আম্পায়ার মাইকেল গফের সঙ্গে মাঠেই দায়িত্ব পালন করবেন তিনি।


চতুর্থ টেস্টের ফলাফল বিবেচনায় ভারত-অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট হয়ে উঠতে পারে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। কারণ তিন টেস্ট শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল। চতুর্থ টেস্ট ড্র হলে শেষ টেস্ট হয়ে উঠতে পারে সিরিজের ফল নির্ধারণী ম্যাচ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও