![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-02%252Ff41486ab-c3e9-470e-866f-3a22cfc944b6%252FIphone_Reuters.jpg%3Frect%3D298%252C0%252C3221%252C2147%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
স্মার্টফোন চুরি হলেও ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখবেন যেভাবে
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে আর্থিক লেনদেন, সবকিছুতেই এখন স্মার্টফোন ব্যবহার করা হয়। তবে স্মার্টফোন চুরি বা হারিয়ে গেলে সেখানে থাকা গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার শেষ থাকে না। ব্যবহারকারীদের এই দুশ্চিন্তা দূর করতে গুগলের রয়েছে থেফট প্রোটেকশন সুবিধা। সুবিধাটি চালু থাকলে স্মার্টফোন চুরি হওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায়। ফলে চোর বা অপরিচিত ব্যক্তিরা স্মার্টফোনটি ব্যবহার করতে পারবে না বা ভেতরে থাকা তথ্য জানতে পারবে না। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থেফট প্রোটেকশন সুবিধা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।
থেফট প্রোটেকশন সুবিধা চালুর জন্য প্রথমে ফোনের সেটিংস অ্যাপ চালু করতে হবে। এরপর স্ক্রল করে গুগল অপশনে ট্যাপ করে ‘অল সার্ভিসেস’ বিভাগে প্রবেশ করতে হবে। এবার ‘থেফট প্রোটেকশন’ অপশন থেকে ‘থেফট ডিটেকশন লক’ অপশনের পাশে থাকা টগলটি ট্যাপ করলেই সুবিধাটি চালু হয়ে যাবে। এর ফলে পরবর্তী সময়ে সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে স্মার্টফোন।