অর্থপাচারকারীরা নিজেরাই পাচার হয়ে গেছে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫

‘রেমিট্যান্সের প্রবাহে যে উন্নতি, আমার মনে হয় এটার বড় কারণ হুন্ডির বাজারে মন্দা যাচ্ছে। কারণ অর্থপাচার যারা করতেন তারা নিজেরাই পাচার হয়ে গেছেন। যারা পাচার হননি, তারা দেশে আত্মগোপনে আছেন। এখন তো ওদের ওই সুযোগ (অর্থপাচার করা) নেই।’


কথাগুলো বলছিলেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বর্তমান অন্তর্বর্তী সরকার যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছে, সেখানে সদস্য হিসেবে রয়েছেন তিনি।



দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি এবং নতুন বছর ২০২৫ সালের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সম্প্রতি জাগো নিউজের সঙ্গে কথা বলেন ড. জাহিদ। রাজনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতির চ্যালেঞ্জ তুলে ধরার পাশাপাশি কীভাবে বিনিয়োগ এবং রপ্তানি বাড়ানো সম্ভব জানিয়েছেন সেই উপায়। সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও