বিয়ের আয়োজনে মতের মিল হচ্ছে না?
বিয়ের মতো বিরাট আয়োজনে দুই পক্ষের পরিবারের অনেক মানুষ সরাসরি যুক্ত থাকেন। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, এমনকি পাড়াপ্রতিবেশী পর্যন্ত। ব্যক্তিভেদে মতের তফাত থাকে, থাকে নানা রকম চাওয়া। সব বিষয়ে সবার মতামত কিংবা চাওয়ার প্রতি সমান গুরুত্ব দেওয়াটা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই আনন্দের এই উৎসবেও মন–কষাকষি হতে পারে। নিজের পক্ষের কিংবা হবু শ্বশুরবাড়ির পক্ষের কারও সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল হলে সবচেয়ে বেশি মুশকিলে কিন্তু পড়েন বর আর কনেই। শেষ পর্যন্ত বিয়েটা তো তাঁদেরই সারা জীবনের বন্ধন। সুন্দরভাবে এই ঝঞ্ঝাট সামলানোও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তাঁদের জন্য।
ধরা যাক, কনের ইচ্ছা, তাঁর মায়ের শাড়ি পরে বিয়ে করবেন। এদিকে তাঁর হবু শাশুড়ি চান, তাঁর পছন্দে কেনা শাড়িটাই থাকবে হবু বৌমার পরনে। আবার এমনও হতে পারে, বরের বাড়ি থেকে দেওয়া শাড়িতে বিয়ে হওয়ার ব্যাপারে দুই পক্ষই রাজি। কিন্তু বিপত্তি বাঁধল শাড়ির রং নিয়ে। এক পক্ষ চায় লাল টুকটুকে বৌ সাজ, অন্য পক্ষ চায় ভিন্নতার পরশ। কোথায় বিয়ের অনুষ্ঠান হবে কিংবা কত লোককে নেমন্তন্ন করা হবে, এসব নিয়েও মতভেদ দেখা দিতে পারে। নিজের বাড়িতেও আপনজনেদের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে একটি বিয়েকে কেন্দ্র করে। এমন হলে কী করতে পারেন হবু বর কিংবা কনে? জানালেন রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিকিৎসা মনোবিজ্ঞানী শারমিণ হক।