প্রীতি ম্যাচ খেলতে গিয়ে অপ্রীতিকর ঘটনা, ব্রাজিলে আটক আর্জেন্টিনার চার নারী ফুটবলার
প্রথম আলো
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৯
লেডিস কাপ নামে এক প্রীতি টুর্নামেন্টের ম্যাচ খেলতে সম্প্রতি ব্রাজিলিয়ান শহর সাও পাওলোতে এসেছিল আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের নারী দল। প্রীতি সেই ফুটবল টুর্নামেন্ট চলার সময় অপ্রীতিকর ঘটনাই ঘটল।
২১ ডিসেম্বর ১-১ গোলে ড্র হওয়া এক ম্যাচের পর বর্ণবাদের অভিযোগে আটক করা হয় রিভার প্লেটের চার আর্জেন্টাইন নারী ফুটবলারকে। আটককৃত সেই নারী ফুটবলাররা হলেন কান্দেলা দিয়াজ, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো এবং মিলাগরোস দিয়াজ।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- অপ্রীতিকর
- অপ্রীতিকর ঘটনা