মুক্তির অনুমতিপত্র পেল সেই আলোচিত সিনেমা ‘মেকআপ’

কালের কণ্ঠ প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৭

চার বছর আগে নির্মাতা অনন্য মামুন নির্মাণ করেছিলেন ‘মেকআপ’ নামের সিনেমাটি। ছবিটি দুইবার  বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড প্রদর্শনী নিষিদ্ধ করে নোটিশ জারি করে। তবে সব কিছু শেষে জানা গেছে সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছে। গত ১৭ ডিসেম্বর এমন অনুমতি দেয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।


এ সিনেমাতে একজন চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছেন জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান। চরিত্রটির নাম শাহবাজ খান। আরও আছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও নিপা আহমেদ রিয়েলি।


এ প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন গণমাধ্যমকে বলেন, অবশেষে ‘মেকআপ’ সিনেমাটি হলে মুক্তি দিতে পারছি ভালো লাগছে।


সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আগামী বছরের জানুয়ারি মাসে মুক্তির পরিকল্পনা করছেন।


নায়িকা রিয়েলি বলেন, ‘সিনেমাটি আমার ক্যারিয়ার প্রথম সিনেমা। অনেক আশা নিয়ে কাজ করেছিলাম। কিন্তু নানা কারণে ছবিটি সেন্সর বোর্ডে আটকে ছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও