You have reached your daily news limit

Please log in to continue


ইউটিউবের নতুন নিয়মে বিপাকে অনেক ক্রিয়েটর

ইউটিউবে ভিডিওর হেডলাইন-থাম্বনেলে দারুণ চমক অথচ ভিডিওতে কোনো তথ্যবহুল কিছু নেয় । সাধারণ মানুষকে বোকা বানাতে বিভ্রান্তিকর এমন সব ক্লিক বেট কনটেন্ট ভারত থেকে মুছে ফেলবে ইউটিউব কর্তৃপক্ষ। 

সংস্থার পক্ষ থেকে বলা হয়, ব্যবহারকারীদের বিভ্রান্ত করার উদ্দেশে এই সব কনটেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আগামী মাস থেকেই ভারতে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হবে এইসব ভিডিও।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ‘ভারতে অনেক কনটেন্ট ক্রিয়েটর চমকপ্রদ হেডলাইন ও থাম্বনেইল ব্যবহার করে দর্শকদের বোকা বানানো হয় । অথচ ভিডিওতে সেই হেডলাইন ও থাম্বনেল সংক্রান্ত কোনও তথ্য থাকে না।’ 

‘যার কারণে দর্শকরা গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে ওই কনটেন্টে ঢুকে হতাশ হয়ে ফিরে আসেন। এমনভাবে দর্শকদের বোকা বানানো আর মেনে নেবে না সংস্থা। আগামী মাস থেকেই নতুন পলিসি নিয়ে আসবে ইউটিউব। এরপর এই সব বিভ্রান্তিকর সব কনটেন্ট মুছে দেওয়া হবে ইউটিউব থেকে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন