You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রে রপ্তানি হচ্ছে অর্গানিক নিউট্রিশন লিমিটেডের স্বাস্থ্যসহায়ক খাদ্যপণ্য

অর্গানিক নিউট্রিশন লিমিটেডের (ওএনএল) ফর্মুলাভিত্তিক খাদ্য যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমতি পাওয়ার পর দেশটির সুপারমার্কেট ও আমাজন ইউএসে পাওয়া যাচ্ছে। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে অর্গানিক নিউট্রিশন লিমিটেডের এক সংবাদ সম্মেলন আয়োজন করে এ খবর জানায়।

অর্গানিক নিউট্রিশন লিমিটেডের পরিচালক এই অর্জনকে জাতীয় গর্ব হিসেবে উল্লেখ করে বলেন, ‘প্রথাগতভাবে বাংলাদেশ উন্নত দেশগুলো থেকে প্রিমিয়াম স্বাস্থ্যসহায়ক খাদ্যপণ্য আমদানি করে। আজ আমরা এ প্রবণতা পাল্টে দিয়ে বিশ্বের বাজারে আমাদের দেশীয় বিশ্বমানের ফাংশনাল ফুড রপ্তানি করছি। এটি শুধু ব্যবসায়িক সফলতা নয়, জাতীয় গৌরব। আমরা বিশ্বাস করি, এ শিল্পের বিকাশের মাধ্যমে দেশের রপ্তানি আয়ের নতুন দুয়ার উন্মোচিত হবে।’

২০২৪ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টিয়াল গাইয়া বাংলাদেশে অর্গানিক নিউট্রিশনের গবেষণা ও উৎপাদনপ্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করে সন্তুষ্ট হয়ে চারটি ফর্মুলেটেড ফাংশনাল ফুডের—জয়েন্ট গার্ড, ইমিউন প্লাস, সাইকেল কমফোর্ট ও টারমারিক বুস্টার—কার্যাদেশ দেয়। এসব পণ্য নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে পৌঁছায় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অনুমোদন লাভ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন