যুক্তরাষ্ট্রে রপ্তানি হচ্ছে অর্গানিক নিউট্রিশন লিমিটেডের স্বাস্থ্যসহায়ক খাদ্যপণ্য

প্রথম আলো প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ২০:৪৭

অর্গানিক নিউট্রিশন লিমিটেডের (ওএনএল) ফর্মুলাভিত্তিক খাদ্য যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমতি পাওয়ার পর দেশটির সুপারমার্কেট ও আমাজন ইউএসে পাওয়া যাচ্ছে। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে অর্গানিক নিউট্রিশন লিমিটেডের এক সংবাদ সম্মেলন আয়োজন করে এ খবর জানায়।


অর্গানিক নিউট্রিশন লিমিটেডের পরিচালক এই অর্জনকে জাতীয় গর্ব হিসেবে উল্লেখ করে বলেন, ‘প্রথাগতভাবে বাংলাদেশ উন্নত দেশগুলো থেকে প্রিমিয়াম স্বাস্থ্যসহায়ক খাদ্যপণ্য আমদানি করে। আজ আমরা এ প্রবণতা পাল্টে দিয়ে বিশ্বের বাজারে আমাদের দেশীয় বিশ্বমানের ফাংশনাল ফুড রপ্তানি করছি। এটি শুধু ব্যবসায়িক সফলতা নয়, জাতীয় গৌরব। আমরা বিশ্বাস করি, এ শিল্পের বিকাশের মাধ্যমে দেশের রপ্তানি আয়ের নতুন দুয়ার উন্মোচিত হবে।’

২০২৪ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টিয়াল গাইয়া বাংলাদেশে অর্গানিক নিউট্রিশনের গবেষণা ও উৎপাদনপ্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করে সন্তুষ্ট হয়ে চারটি ফর্মুলেটেড ফাংশনাল ফুডের—জয়েন্ট গার্ড, ইমিউন প্লাস, সাইকেল কমফোর্ট ও টারমারিক বুস্টার—কার্যাদেশ দেয়। এসব পণ্য নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে পৌঁছায় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অনুমোদন লাভ করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও