আমিরাতে বিএনপির আলোচনা সভা: রাষ্ট্র মেরামতে ৩১ দফাই আসল বিপ্লব
‘রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফাই আসল বিপ্লব। এজন্য দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে।’ বিজয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ।
গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে দুবাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক জাকির হোসাইন।
তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে গণতান্ত্রিক নির্বাচনের মধ্যদিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসা রাজনৈতিক দল দেশ পরিচালনা করবে। দুঃসময়ে দলের পাশে থাকা ত্যাগী নেতাদের বিভিন্ন কমিটিতে জায়গা দিয়ে মূল্যায়ন করতে হবে।’
আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রকৌশলী মাহি আলম ও প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপুর যৌথ সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক সদস্য প্রকৌশলী আব্দুস সালাম খাঁন, আমিরুল ইসলাম এনাম, দিদারুল আলম, মোস্তফা মাহমুদ, প্রকৌশলী আব্দুর রশিদ, শাহেদ আহমেদ রাসেল, সামসুন্নাহার স্বপ্না, শারজাহ বিএনপি সভাপতি প্রকৌশলী করিমুল হক, আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহিন, আল আইন বিএনপির সভাপতি শওকত ওসমান রানা, আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাসার, ফুজাইরাহ বিএনপির সভাপতি নাছির মাহমুদ, ঢাকা জেলা বিএনপির উপদেষ্টা শেখ সেলিম ও দুবাই বিএনপির সদস্য সচিব মজিবুল হক মঞ্জু।