২৭ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত রাশিফল
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে অতিরিক্ত পরিশ্রম ও দুশ্চিন্তা থেকেই মনটি আঘাত প্রাপ্ত হতে পারে। এখন বড় ধরনের পরিকল্পনা বাদ দিন। ছোটখাট ব্যাপারে নিজেকে লিপ্ত রাখলে লাভবান হবেন। সপ্তাহের মাঝদিকে কারও একটি জীবন আপনার জীবনের সঙ্গে মিশে যেতে পারে। যেখানে আপনার বিচরণ সেখানেই জনপ্রিয়তা। ব্যবসায়িক লেনদেন শুভ। সপ্তাহের শেষদিকে দীর্ঘ ভ্রমনের সময় বিপদের সম্ভাবনা। জনসম্মুখে বেশ রটনা রটতে পারে। উচ্চ রক্তচাপের কোনো সমস্যা থাকলে সাবধানে থাকুন।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে প্রেমিক প্রেমিকার মাঝে ভুল বোঝাবুঝির অবসান। প্রেমের প্রস্ফূটনের মাধ্যমে সুন্দর কাজ পরিলক্ষিত হবে। সঙ্গীসহ এক আনন্দময় অনুভূতির জগতে বিচরণ করবেন। সপ্তাহের মাঝদিকে বিলম্বে সিদ্ধান্ত, প্রাপ্ত সুযোগ হাতছাড়া হতে পারে। স্বাস্থ্যের দুর্বলতা দেখা দিতে পারে। ব্যবসায় আপাতত বাড়তি বিনিয়োগ না করাই ভালো। সপ্তাহের শেষদিকে বিবাহের মাধ্যমে দুশ্চিন্তা, আনন্দ অনুভূতি ও সুখ পাবেন। এমন সব ব্যক্তিদের সংস্পর্শে আসবেন যারা খুব বেশি ভ্রমণ করেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে জমিজমা সংক্রান্ত ব্যবসায় কেউ কেউ আশাতীত লাভ অর্জন করতে পারেন। কাজ ক্লান্তিকর ও চাপপূর্ণ হবে। তবে বন্ধুবান্ধবদের সঙ্গ হালকা খুশির মেজাজে রাখবে। সপ্তাহের মাঝদিকে প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন। আর একটি আকস্মিক উপহারও আসতে পারে। ভালো খাবার, রোমান্টিক মুহূর্ত সব কিছুরই পূর্বাভাষ রয়েছে। সপ্তাহের শেষদিকে পুরানো মানোমালিন্য ও শক্রতার ক্ষেত্রে আপোস মিমাংসা হতে পারে। অনিদ্রা ও হজমের গোলযোগের জন্য স্বাস্থ্য খারাপ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে আত্মীয় স্বজনের প্রিয়পাত্র হয়ে উঠতে পারেন। ভাই-বোন সম্পর্কে কোনো ভূমিকা গ্রহণ করতে পারেন। একঘেঁয়ে কোনো কাজ সহজে ক্লান্ত করবে না। অধ্যায়ন ও অধ্যাপনায় বিশেষ সাহায্য লাভ। সপ্তাহের মাঝদিকে বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন। পরিবারের সদস্যরা এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়াতে উপকৃত হবেন। সপ্তাহের শেষদিকে জানতে পারবেন ভালোবাসার সঙ্গী একমাত্র জন, যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে। অনুভূতি ও সুখদায়ক অভিজ্ঞতার সাহায্যে লাভবান।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে এ সময় ভালো অর্থ উপার্জন করবেন। তবে এটিকে হাতের মধ্য দিয়ে চলে যেতে দেবেন না। অর্থনৈতিক আদান প্রদানের ক্ষেত্রে জনগনের অভিরুচি খুব চট করে ধরতে পারবেন। সপ্তাহের মাঝদিকে সেমিনার ও প্রদর্শনীগুলো নতুন জ্ঞান ও যোগাযোগ সরবরাহ করবে। বহু পরিবর্তন ও ভ্রমণের মধ্য দিয়ে কাটাতে পারেন। সপ্তাহের শেষদিকে উত্তরাধিকার সূত্রে অর্থ পেতে পারেন। আর্থিক সুবিধা পাওয়ার যথেষ্ট সম্ভাবনা। উপস্থিত থাকা কোনো অনুষ্ঠানে নতুন বন্ধু তৈরি হবে।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে আপনার প্রত্যয় বাড়বে ও উন্নতি নিশ্চিত। সৃজনশল কাজ চাপ মুক্ত রাখবে। সঙ্গীসহ আনন্দময় অনুভূতির জগতে বিচরণ করবেন। সপ্তাহের মাঝদিকে ভাগ্য বড় বেশি পরিবর্তনশীল, উচিত হবে দ্রুত ওঠানামা করে এমন কোনো ব্যবসা যাতে গতিশীলতা রয়েছে। বহু রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্যদিয়ে অতিক্রম। মন ভীষণ পরিবর্তনশীল কর্মচঞ্চল। কামনা বাসনায় মন পূর্ণ থাকবে। সপ্তাহের শেষদিকে নিকটজনের কোনো শুভ খবর আনন্দিত হতে পারেন। এমন জায়গায়গুলোতে সময় কাটাতে পারেন যেখানে দুর্দান্ত লোকদের সঙ্গে দেখা করার সুযোগ যথেষ্ট।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে আয় ও ব্যয়ের মধ্যে সমতা রেখে চলুন। কারণ সামাজিকতা ও লৌকিকতার কারণে অর্থ ব্যয়ের যোগ রয়েছে। মিথ্যা অভিযোগ বা বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে সাবধান। সপ্তাহের মাঝদিকে পরিবর্তন, নতুনত্ব ও রোমান্সের মধ্যে আনন্দ প্রাপ্তি। নিজের যোগ্যতা ও বুদ্ধিমত্তায় খ্যাতি বা জনগনের স্বীকৃতি লাভ করবেন। সপ্তাহের শেষদিকে এ সময়ে করা বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। ওষুধ প্রশাসন ও রাসায়নিক দ্রব্যাদির ব্যবসায়ীদের আশাতীত লাভ হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে মেইল বক্স আমন্ত্রণ দিয়ে পূর্ণ হবে। আর বিভিন্ন অনুষ্ঠানে ঘুরে বেড়াতে দেখা যাবে। এ সময়ে অতীতের কারও সঙ্গে যোগাযোগ করা আর সেটা স্মরণীয় করা সম্ভব। সপ্তাহের মাঝদিকে অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির কারণে আর্থিক অবস্থা খারাপ হতে পারে। তাই যতটা সম্ভব কম খরচ করুন। শুধু মাত্র সেই জিনিসগুলো কিনুন যা খুব প্রয়োজনীয়। সপ্তাহের শেষ দিকে অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন। ভালোবাসার সঙ্গীর সঙ্গে ভালোবাসার সমুদ্র মন্থন করবেন।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে কর্মে অভিনবত্ব তুলে ধরুন। সব বিষয় বিবেচনা করে তবেই স্থির সিদ্ধান্তে আগান। সহকর্মী ও ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন। তাই অফিসের কাজে গতি লাভ করবে। সপ্তাহের মাঝদিকে ভ্রমণ বিনোদন সামাজিকতা কর্মসূচীতে থাকবে। ভালোবাসার মানুষটির সঙ্গে ব্যক্তিগত অনুভূতি/ গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার এটি সঠিক সময়। সপ্তাহের শেষদিকে নিম্নাঙ্গের পীড়া ও সংক্রমণ ভোগাতে পারে। পরিবারে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের সময়। অধীনস্ত লোকদের কাছ থেকে সুখ দুঃখ আসতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে বিদেশ ভ্রমনের মাধ্যমে লাভবান। আত্মা অন্তর্নিহিত সত্য সন্ধানে সদা ব্যাকুল। বিমূর্ত বিজ্ঞানের অনুসন্ধানে রত হওয়ার যোগ। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে পদোন্নতি ও দূরে বদলির সম্ভাবনা। কর্মস্থলে ন্যায় কথা বলতে গিয়ে অন্যের বিরাগ ভাজন হতে পারেন। খ্যাতি যেমন আসতে পারে। ভুল করলে কুখ্যাতিও আসতে পারে। সপ্তাহের শেষদিকে অনেক বন্ধুবান্ধবের সমারোহ। বন্ধুদের মধ্যে কেউ কেউ বিশ্বাসী কেউ ঠিক তার উল্টা। ফোন কল দীর্ঘ করার জন্য রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাপার সময় তাদের স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন। সপ্তাহের মাঝদিকে ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়বে। এটি এমন একটি সময় যখন রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে আপনার কথা শুনবে। পিতা-মাতার স্বাস্থ্যের উন্নতি হবে। তারা আপনার ওপর ভালোবাসা বর্ষন করবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে বিবাহিত জীবন মজা, আনন্দ ও সুখে ভরে উঠবে। ব্যবসায়ীদের জন্য ভালো সময়। কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা ও অভাবনীয় লাভ দেখতে পারেন। সপ্তাহের মাঝদিকে রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস ও শক্তি প্রদর্শন করা উচিত। সপ্তাহের শেষদিকে আনন্দ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা শক্তি ও আবেগকে নতুন করে তুলবে। আপনার বাইরে বের হওয়া প্রয়োজন। উঁচু জায়গার লোকদের সঙ্গে যোগাযোগ ভবিষ্যৎ সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে।
- ট্যাগ:
- লাইফ
- সাপ্তাহিক রাশিফল