সিসিবিএলের কর্মকাণ্ডে ডিএসইর অসন্তোষ

প্রথম আলো প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৮

শেয়ারবাজারের লেনদেন নিষ্পত্তির প্রক্রিয়া ঝুঁকিমুক্ত ও দ্রুত সম্পন্ন করার জন্য গঠিত নতুন কোম্পানি সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এ কারণে সিসিবিএলের কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।


২০১৯ সালে গঠিত সিসিবিএলের অন্যতম শেয়ারধারী হলো ডিএসই। কোম্পানিটির পর্ষদে ডিএসইর দুজন পরিচালকও রয়েছেন। শেয়ারবাজারের লেনদেন নিষ্পত্তি ঝুঁকিমুক্ত ও দ্রুত করতে সিসিবিএল গঠন করা হয়। তবে এই কোম্পানি এখনো কার্যক্রমে আসেনি। সম্প্রতি সিসিবিএল লেনদেন নিষ্পত্তির জন্য সেন্ট্রাল কাউন্টারপার্টি বা সিসিপি প্রযুক্তি স্থাপনে ভারতের টাটা কনসালট্যান্সির সঙ্গে চুক্তির উদ্যোগ নেয়। সেটি জেনেই ডিএসই এ–সংক্রান্ত কেনাকাটার চুক্তি বন্ধের অনুরোধ জানায়। যদিও সিসিবিএলের পরিচালনা পর্ষদের গত ২৭ মার্চের সভায় চুক্তির বিষয়টি অনুমোদিত হয়। এখন ডিএসইর আপত্তিতে পুরো প্রক্রিয়াটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জানতে চাইলে ডিএসইর সভাপতি মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শেয়ারবাজারে বর্তমানে ডিএসইও লেনদেন নিষ্পত্তিতে কাজ করছে। লেনদেন নিষ্পত্তির আধুনিক নানা যন্ত্রপাতিও রয়েছে আমাদের। এ অবস্থায় নতুন করে বিপুল অর্থ খরচ করে নতুন প্রযুক্তি না কিনে দুই সংস্থা মিলে যৌথভাবে এ ক্ষেত্রে কাজ করতে পারে কি না, এ বিষয়ে আমরা সিসিবিএলকে অনুরোধ জানিয়েছি। তাই পুরো ক্রয়প্রক্রিয়াটি রিভিউ করার কথা বলেছি। আশা করছি, দুই সংস্থা মিলে আলোচনার মাধ্যমে শেয়ারবাজারে স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটা সমাধানে পৌঁছাতে পারব।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও