
এজেন্ট ব্যাংকিং: প্রত্যন্ত গ্রামেও পৌঁছে যাচ্ছে প্রবাসী আয়
ডেইলি স্টার
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ১৪:৩০
বাংলাদেশের আর্থিক ব্যবস্থায় সময়োপযোগী অবদান রাখছে এজেন্ট ব্যাংকিং। বিশেষ করে এজেন্ট আউটলেটের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে প্রবাসী আয়।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন সময়ে এজেন্ট আউটলেটের মাধ্যমে ১ লাখ ৮৩ হাজার ৮৮৮ কোটি টাকা প্রবাসী আয় এসেছে।
এটি আগের বছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ১৫ শতাংশ বেশি। যার মধ্যে বিপুল পরিমাণ, প্রায় ৯০ শতাংশ প্রবাসীয় আয় গেছে গ্রামীণ এলাকায়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মোট এজেন্টভিত্তিক প্রবাসী আয় বিতরণের ৯০ শতাংশের বেশি পরিচালনা করেছে তিনটি ব্যাংক।
এপ্রিল-জুন সময়ে এজেন্ট আউটলেটের মাধ্যমে প্রবাসী আয় আসার শীর্ষে ছিল ইসলামী ব্যাংক। দ্বিতীয় স্থানে ছিল ডাচ-বাংলা ব্যাংক এবং তৃতীয় স্থানে ব্যাংক এশিয়া।