You have reached your daily news limit

Please log in to continue


দক্ষিণ এশিয়ায় সংস্কৃতি চর্চার কেন্দ্র হবে ঢাকা : নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘ঢাকাকে দক্ষিণ এশিয়ায় শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু করে গড়ে তোলার স্বপ্ন রয়েছে।’ 

শুক্রবার ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘স্বপ্ন রয়েছে, ঢাকা শুধু বাংলার নয় পুরো দক্ষিণ এশিয়ায় শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। বাংলাদেশ বহু ভাষা ও সংস্কৃতির চারণক্ষেত্র হবে। এই স্বপ্নকে ধরে সাংস্কৃতিক অঙ্গনকে নতুনভাবে দেখতে চাই।’ 

অনুষ্ঠানের প্রধান অতিথি নাহিদ ইসলাম আরো বলেন, ‘চলচ্চিত্র জগতে নানা ধরনের সমস্যা ও স্থবিরতা রয়েছে। সরকারের জায়গা থেকে পৃষ্ঠপোষকতা করতে চাই। এজন্য অভিজ্ঞ ও দক্ষ মানুষের নেতৃত্ব জরুরি।

নাহিদ ইসলাম বলেন, ‘একাত্তরে যারা যুদ্ধ করেছেন তারা একটা নতুন স্বপ্ন নিয়েই করেছেন। সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি বলেই আরেকটা অভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। মানুষ রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে। এবারের অভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়িত হবে এটাই প্রত্যাশা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন