You have reached your daily news limit

Please log in to continue


১৪ ঘণ্টায় ১০০ পুরুষের শয্যাসঙ্গী হয়ে ভাইরাল তরুণী

যুক্তরাজ্যের নীল ছবির তারকা লিলি ফিলিপস সম্প্রতি এক বিতর্কিত স্টান্টে ব্যাপক সারা ফেলেছেন। এক ইউটিউব ভিডিওতে ১৪ ঘণ্টায় ১০১ জন পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর দাবি করেছেন ২৩ বছর বয়সি এই তারকা। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অনলিফ্যানসে প্রথম লিলি ২৪ ঘণ্টায় ১০০ জন পুরুষের শয্যাসঙ্গী হওয়ার চ্যালেঞ্জ নেন। পরে সেই চ্যালেঞ্জ তিনি জেতেন মাত্র ১৪ ঘণ্টায়। এ সময় তিনি ১০১ জনেরও বেশি পুরুষের সঙ্গে শুয়েছেন বলে দাবি করেছেন তিনি। যা এক ডকুমেন্টারিতে উঠে এসেছে। তবে ওই ভিডিওতে লিলিকে কাঁপতে দেখা গেছে।

ডকুমেন্টারির এক পর্যায়ে, লিলি আবেগপূর্ণ মুহূর্তের অভিজ্ঞতা বর্ণনা করার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন। এই চ্যালেঞ্জ কতটা ভীতিকর ছিল সেসবও ফুটে উঠেছে তার কথায়। লিলি বলেন, ‘সত্যিটা হলো এটি দুর্বল মেয়েদের জন্য নয়। এটা বেশ কঠিন ছিল। আমি জানি না আমি এটি অন্যদের সুপারিশ করব কিনা। এটি একটি ভিন্ন অনুভূতি।’

লিলির সেই ভিডিওতে নানা ধরনের মন্তব্য এসেছে। অনেকেই একে স্বাস্থ্যঝুঁকি মনে করছেন। লিলি তার ওই ভিডিওতে কান্না করায় তাকে জোর করা হয়েছে বলেও মন্তব্য করেছেন অনেকে। যার প্রেক্ষিতে লিলি জানিয়েছেন, সম্পূর্ণ সম্মত ছিলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন