বুয়েট শিক্ষার্থী নিহত : প্রাইভেটকারটির রেজিস্ট্রেশন সাবেক সেনা কর্মকর্তার নামে, বিয়ারের ক্যান-মদের বোতল উদ্ধার
ডেইলি স্টার
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ১৪:২১
রূপগঞ্জের ৩০০ ফিট সড়কে পুলিশ চেকপোস্টে দাঁড়িয়ে থাকা অবস্থায় বুয়েট শিক্ষার্থীদের মোটরসাইকেলকে দ্রুতগতির প্রাইভেটকার ধাক্কা দেয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুনতাসির মাসুদ নিহত এবং অমিত সাহা ও মেহেদী হাসান গুরুতর আহত হয়েছেন।
নিহত মাসুদ ফরিদপুরের আলফাডাঙ্গার মাসুদ মিয়ার ছেলে। আহত অমিত ময়মনসিংহের মুক্তাগাছার তপন কুমার সাহার ছেলে এবং মেহেদী কুমিল্লা সদরের মফিজুর রহমান খানের ছেলে।
এ ঘটনায় মুবিন আল মামুন ও তার দুই বন্ধু মো. মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার মুবিন আল মামুন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে এবং তিনিই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। প্রাইভেট কারটির রেজিস্ট্রেশনও সাবেক ওই সেনা কর্মকর্তার নামে।