এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন মুস্তাফিজ?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৫

দেশের ক্রিকেটে প্রথমবারের মতো চলছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে শুরুতে অংশগ্রহণ করেছিল ৮টি দল। গতকাল বৃৃহস্পতিবার শেষ হয়েছে লিগ পর্বের খেলা। যেখানে শীর্ষ চার দল রংপুর বিভাগ, ঢাকা মেট্রো, চট্টগ্রাম বিভাগ এবং খুলনা বিভাগ নিশ্চিত করেছে প্লে-অফ।


এনসিএল টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত খেলতে দেখা যায়নি মুস্তাফিজুর রহমানকে। তবে নিজ বিভাগ খুলনার হয়ে তার খেলার সম্ভাবনা তৈরী হয়েছে। প্রথম কোয়ালিফায়ারে যদি খুলনা জিততে পারে তাহলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার হয়ে খেলবেন মুস্তাফিজ। ঢাকা পোস্টকে খুলনার টিম ম্যানেজমেন্ট এমনটাই জানিয়েছে।


এদিকে গ্রুপ পর্বের ৭ ম্যাচে ৭ জয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে ঢাকা মেট্রো। প্রথম কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ রংপুর বিভাগ। টেবিলের দ্বিতীয় স্থানে থেকে খেলা শেষ করেছে রংপুর। ৭ ম্যাচে ৫ জয়ের ফলে তাদের ছিল ১০ পয়েন্ট।


এলিমিনেটরে মুখোমুখি হবে খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ। ৪ জয়ের ফলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে থেকে লিগের খেলা শেষ করেছে খুলনা। অন্যদিকে ৩ জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে প্রথম পর্ব শেষ করেছে চট্টগ্রাম।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও