২০২৪ সালে অ্যাপ ডাউনলোড কমলেও বেড়েছে ভোক্তাদের খরচ
মন্দা কাটিয়ে বৈশ্বিক অ্যাপ অর্থনীতির পুনরুদ্ধার অব্যাহত ছিল এ বছর। অন্তত ভোক্তাদের খরচের হিসাবে।
২০২৪ সালে মোবাইল অ্যাপস ও গেইমগুলোতে বিশ্বব্যাপী ভোক্তাদের ব্যয়, অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে মিলিয়ে ১২ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক সাত শতাংশ বেশি। তবে, অ্যাপ ইন্টেলিজেন্স ফার্ম অ্যাপফিগারসের তথ্য অনুসারে, এ বৃদ্ধি বেশিরভাগ হয়েছে অ্যাপল অ্যাপ স্টোরে, অন্যদিকে গুগল প্লেতে ব্যবহারকারীদের খরচ কমেছে।
অ্যাপে ভোক্তাদের খরচ বাড়লেও সামগ্রিকভাবে এ খাতের জন্য আরেকটি চিন্তার বিষয়ও ছিল এ বছর। বিশ্বব্যাপী অ্যাপ ডাউনলোড ২০২৩ সালের তুলনায় দুই দশমিক তিন শতাংশ কমে ১১ হাজার কোটিতে নেমেছে। তথ্য অনুসারে কমে যাওয়ার প্রবণতা উভয় অ্যাপ স্টোরেই দেখা গেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।
অ্যাপ খাতের ব্যাপক প্রবৃদ্ধি শেষ পর্যন্ত সমান সমান হতে পারে এমন লক্ষণ এবারই প্রথম নয়। অ্যাপ অর্থনীতি পরিপক্ব হওয়ার সঙ্গে সঙ্গে, গ্রাহকদের নতুন অ্যাপ ডাউনলোড করার দিকে নজর দেওয়ার পরিবর্তে চলমান সাবস্ক্রিপশন থাকা অ্যাপ থেকেই আয় করার দিকে নজর দিয়েছে কোম্পানিগুলো।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অ্যাপ ডাউনলোড
- ব্যয় বৃদ্ধি