নির্বাচনের সুনির্দিষ্ট ‘রোডম্যাপ’ চায় বিএনপি
আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হওয়া উচিত তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা মতভিন্নতা আছে। দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা নির্বাচন অনুষ্ঠানের ‘সময়’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন।
অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করতে চাইলে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় বলে ধারণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে নির্বাচনের সুনির্দিষ্ট ‘রোডম্যাপ’ দাবি করে আসছে বিএনপি।
মহান বিজয় দিবসে প্রধান উপদেষ্টার ভাষণ অনুযায়ী, ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। এর সঙ্গে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করলে আরো ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে।
পরদিন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, এটিই নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ। তবে বিষয়টি মানতে রাজি নয় বিএনপি।