ডেঙ্গু: এ বছর ভর্তি রোগী লাখ ছুঁই ছুঁই
বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৬ জন রোগী। তাতে এ বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৮০৫ জনে।
গত একদিনে মশাবাহিত এ রোগে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭০ জন, ঢাকা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহে ১৬ জন, চট্টগ্রামে ৩০ জন, খুলনায় ২৬ জন, রাজশাহীতে আট জন, রংপুরে তিনজন, বরিশাল বিভাগে ২৮ এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।
যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২৬৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৪৫৫ জন; আর ৮১৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৯ হাজার ৯২২ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৮৮৩ জন।