মহাকাশ স্টেশনে আটকে পড়া দুই নভোচারীর পৃথিবীতে ফেরা নিয়ে আবারও অনিশ্চয়তা

প্রথম আলো প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯

গত ৫ জুন মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি স্টারলাইনার মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। মাত্র আট দিন মহাকাশ স্টেশনে থাকার কথা থাকলেও নিজেদের মহাকাশযান ফুটো হয়ে হিলিয়াম গ্যাস ছড়িয়ে পড়ার পাশাপাশি ইঞ্জিনে গোলযোগ দেখা দেওয়ায় প্রায় ছয় মাস ধরে পৃথিবীতে ফিরতে পারছেন না তাঁরা।


বেশ কয়েকবার মহাকাশযানটি মেরামত করে তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। আর তাই ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের মহাকাশযানে আগামী বছরের ফেব্রুয়ারিতে দুই নভোচারীকে ফেরত আনার উদ্যোগ নেয় নাসা। কিন্তু বিলম্ব যেন পিছু ছাড়ছে না দুই নভোচারীর। এবার নির্ধারিত সময়ের আরও এক থেকে দুই মাস পর অর্থাৎ আগামী বছরের মার্চ বা এপ্রিলে তাঁদের পৃথিবীতে ফেরত আনা হতে পারে বলে জানিয়েছে নাসা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও